গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামীসহ শ্বশুর ও শ্বাশুড়ির পাঁচ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক::গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামীসহ শ্বশুর ও শ্বাশুড়ির কারাদন্ড দিয়েছেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার। বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করে
বিচারক। মামলার সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ১৭ নভেম্বর রাত্রি অনুমান ৯:৩০ ঘটিকার সময় গৃহবধু অনুভা চক্রবর্তী (২১) রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খয়রা
গ্রামের জনৈক আহমেদ আলীর ভাড়া বাড়িতে যৌতুকের কারণে মারপিট, জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ দেহে কেরোসিনের তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ছয়দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৩ নভেম্বর
বেলা ১:০০ ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনুভা চক্রবর্তী মারা যায়। এই ঘটনায় বাদী হয়ে অনুভা চক্রবর্তীর মামা নওগাঁ জেলার মান্দা থানার শহরবাড়ী গ্রামের শ্রী অতুল কুমার চক্রবর্তী মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে অনুভা চক্রবর্তীর স্বামী নওগাঁ জেলার মান্দা থানার পারইল গ্রামের শ্রী অশিত চক্রবর্তী (২৫), শ্বশুর শ্রী অনিল চক্রবর্তী (৫৫) ও শ্বাশুড়ি শ্রীমতি মনজু রানী (৪০)-দের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ২০১৫ সালের ৩১ মে অভিযোগপত্র দাখিল করেন মোহনপুর থানার তদন্তকারী কর্মকর্তা। উল্লেখ্য, গৃহবধূ অনুভা চক্রবর্তী মারা যাবার পূর্বে তার
মামা মামলার এজাহারকারী নওগাঁ জেলার মান্দা থানার শহরবাড়ি গ্রামের শ্রী অতুল কুমার চক্রবর্তীকে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠান, যা হুবহু তুলে ধরা হলোঃ “I need a job as soon as possible, please help me. I am helpless. Now money is essential for life. I will try at my best but your help also need “Osid” is not good person and his family greedy.”আদালতে আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ উভয়পক্ষের মধ্য যুক্তিতর্ক শুনানী অন্তে স্বামী শ্রী অশিত
চক্রবর্তীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড; অনাদায়ে পনেরো দিন বিনাশ্রম কারাদন্ড এবং শ্বশুর ও শ্বাশুড়ি উভয়কেই
তিন বছর সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থ দন্ড; অনাদায়ে পনেরো দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে হাজির থাকায় তাদেরকে সাজা পরোয়ানা মূলে জেলাহাজতে পাঠানো হয়। জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি
পরিচালনা করেন সরকারী কৌসুলী আহসান হাবীব রঞ্জু এবং আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন মোঃ বেলাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *