বরিশালে দূর্ঘটনার কবলে সুরভী ৯

নিউজ ডেস্ক:
প্রায় দুই সহস্রাধিক যাত্রী নিয়ে কীতর্নখোলায় ভাষছে ঢাকা-বরিশাল নৌ-রুটের বিলাশবহুল লঞ্চ সুরভী-৯। সোমবার রাত ৯টায় লঞ্চ ছাড়ার পর নদীর অপর প্রান্তে চরকাউয়ায় ব্লকের সাথে ধাক্কা লেগে লঞ্চের পাখা, সেড ও আইল(ডানে-বামে ঘোরানো যন্ত্র) ভেঙে যায়।

এর পর থেকে লঞ্চটি আর ঢাকার উদ্যোশে রওনা দিতে পারে নি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০.৫৫) লঞ্চটি চরকাউয়া ঘাটে ছিল। এদিকে ঢাকা যেতে পারা না পারা নিয়ে যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছিল।

এবিষয়ে লঞ্চের ০১৭১১৯৮৩৫৩৪ নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

লঞ্চের যাত্রীরা জানান, পারাবাত ৯ বরিশাল ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্যোশে রওনা দেয়। কিন্তু সুরভী ৯ ওই লঞ্চের আগে যেতে চাইলে তারা উল্টে ঘুড়তে গিয়ে চরকাউয়া ঘাটে লেগে এই দুঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *