তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

আবু হানিফ নয়ন::বরগুনার তালতলী হাসপাতালের সভা কক্ষে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্য উপজেলার টিকাদান (এমডিটি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরন সভা অনুষ্ঠিত ।
তালতলী ২০ শস্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সাইদ হাসান সোহাগ’র সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী’র সুপারভাইজার মোঃ মোক্তার উদ্দিন ( সিডিসি,ডিজিএিসএস ) । তালতলী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ সালামের সঞ্চালোনায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার তাং, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, প্রেসক্লাবের সদস্য আবু বরক সিদ্দিক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন ।

সভায় তালতলী রিপোটার্স ইউনিটির আহবায়ক মল্লিক মোঃ জামাল,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাহাবুদ্দিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম,ফরিদা পারভিন,ছোটবগী ইউপি সচিব সের শাহ,নিশানবাড়িয়া ইউপি সদস্য মোঃমহিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য “২০২০ সালের মধ্য জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ” স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্য তালতলী উপজেলার সকল ইউনিয়নে আগামী ৮-১২ জানুয়ারী প্রর্যন্ত কুকুরকে টিকাদান করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *