বরিশালে জয়িতাদের সংবর্ধনা

মোঃ শাহাজাদা হীরা:
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টায়। জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে। আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল রাশিদা বেগম, উপজেলা নির্বাহি অফিসার বরিশাল সদর মোঃ মোশারেফ হোসেন, সার্কেল এসপি বরিশাল আব্দুর রব, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নারী নেত্রী বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল রাবেয়া খাতুন, প্রধান উপদেষ্টা আইসিডিএ বরিশাল আনোয়ার জাহিদ, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবির, মহিলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা পরিষদ রেহানা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে অতিথিরা বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ীতা হাসিনা বেগম নীলা বরিশাল সিটি কর্পোরেশন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা হিরণময়ী দাশ রুনু উজিরপুর, সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা সাবিত্রী রাণী রায় আগৈলঝাড়া, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন রাহিমা খানম রিনা হিজলা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জয়িতা জাহানারা বেগম বরিশাল সদর। এছাড়া বরিশাল সদর উপজেলায় শ্রেষ্ঠ ৫ জন নারী জয়ীতারা হলেন নুরজাহান বেগম অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা রায়পাশা কড়াপুর ইউনিয়ন, আয়েশা সুলতানা শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা কাশিপুর ইউনিয়ন, রাজিয়া সুলতানা সফল জননী নারী জয়িতা রায়পাশা কড়াপুর ইউনিয়ন, পারভীন আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী জয়িতা কাশীপুর, জাহানারা সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী জয়িতা কাশিপুর। জেলা এবং উপজেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *