নলছিটিতে ইউ আর সি ইন্সট্রাকটরের বদলীর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ষ্টাফ রিপোর্টার:- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর এইচ এম তারিকুল ইসলামের বদলী প্রত্যাহারের দাবীতে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষকরা ৮ ডিসেম্বর বিকেলে নলছিটি উপজেলা পরিষদের সম্মুখের রাস্তায় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদারের নিকট স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ১০৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নান্দীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রধান শিক্ষক আ:ছত্তার, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, শিক্ষক আরিফুর রহমান, সোহেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা সৎ ও আদর্শবান ইন্সট্রাকটর এইচ এম তারিকুল ইসলামের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, তাদের (নলছিটি উপজেলার প্রায় এক হাজার শিক্ষক) দাবী মানা না হলে শহীদ মিনারে আমরণ অনশন করবেন। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদারও উক্ত কর্মকর্তার আকস্মিক বদলীর খবরে বিস্ময় প্রকাশ করেন এবং শিক্ষকদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানোর আশ্বাস দেন। উল্লেখ্য, এইচ এম তারিকুল ইসলাম গত ১৮/০১/১৮ ইং তারিখে নলছিটি উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর হিসেবে যোগদান করে সুনিপুন প্রশিক্ষণ দিয়ে নলছিটি উপজেলার আপামর শিক্ষকদের মন জয় করেন। গত ৩ ডিসেম্বর তাকে সিলেটের গোয়াইনঘাটে বদলী করা হয়েছে মর্মে খবর প্রকাশ হলে শিক্ষকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। যার প্রেক্ষিতে শিক্ষকরা পরীক্ষা শেষে ওই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *