বরিশালে মোবাইল কোর্ট অভিযানে এসএ পরিবহনের পার্সেল সহকারীকে ১ বছরের কারাদণ্ড

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইন রোডস্থ এসএ পরিবহন নামাক বেসরকারি কুরিয়ার সার্ভিসের অফিসে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এ. এফ. এম. শামীম। এসময় অভিযান চালিয়ে ১১ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর আনুমানিক পরিমাণ ১১ লক্ষ মিটার যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। এসময় অবৈধ কারেন্ট জাল এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল সহকারীর মোঃ বেল্লাল হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাকে জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এফ. এম. শামীম পরিচালিত মেবাইল কোর্ট আদালতের মাধ্যমে। মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারার ৫(২) (খ) ধারা অনুযায়ী অবৈধ কারেন্ট জাল পরিবহন করার অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে রসুলপুরে নির্দিষ্ট স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউসন অফিসার হিসেবে উপস্থিতি ছিলেন জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *