জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন ও বেসরকারি কলেজের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

আকিব মাহমুদ:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা। আজ রবিবার বিকাল ৩টায় ঢাকার সেগুন বাগিচায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লিখিত বক্তব্যে মোট ১৩ দফা দাবী তুলে ধরেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের আহ্বায়ক নেকবর হোসাইন। এসময় তিনি বেসরকারি কলেজের শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন সংশোধিত জনবল কাঠামোতে আমাদের অন্তর্ভুক্ত না করলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সংবাদ সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মোঃ সাদিকুর রহমান, কামরুল হাসান লিপু, মোঃ আলাউদ্দিন, হারুন অর রশীদ,মোঃ মোস্তফা কামাল, মোকলেসুর রাহমান মনি, নুরুল আবছার শিকদার,রুহুল আমিন, সুকোমল সেন, ইমদাদুল ইসলাম, শফিকুর রহমান, আবু সাঈদ, আসাদুল, তরিকুল, সুলতান, সাইফুল, আঃ খালেক, রফিকুল, গাজী নজরুল, আরাফাত, ফারুক হোসেন, আঃ কাদের, নাজমুল, বিপ্লব, শাম্মী আক্তার, পারভেজ ও মাজহারুল ইসলাম, হুমায়ুন কবির সুমন,নয়ন , রনি সহ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *