বরিশাল ল’ কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ শাহাজাদা হীরা:
গতকাল ১৩ নভেম্বর বুধবার রাত ৭ টায় বরিশাল ল কলেজের আয়োজনে, কলেজ মিলনায়তনে। কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসন বরিশালের মাদক, বাল্যবিবাহ, গুজব ও সন্ত্রাস জঙ্গিবাদ সম্পর্কিত সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও অধ্যক্ষ বরিশাল ল কলেজ, প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিজন, এস এম ইকবাল, বিশিষ্ট সুধীজন ও আইনজীবী মানবেন্দ্র বটব্যল, বীর প্রতীক কে এস মহিউদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, সহকারী অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সদস্য ম্যানেজিং কমিটি এডভোকেট মোঃ বাহাদুর শাহসহ শিক্ষক-শিক্ষার্থী গভর্নিং বডির সদস্যরা সাংবাদিক) অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অতিথিবৃন্দরা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনার পাশাপাশি তাদের সাথে মতবিনিময় করেন। পরে উপাধ্যক্ষের কক্ষ ও শিক্ষক মিলনায়তন সংস্কার ও আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল ও সভাপতি বরিশাল ল কলেজ এস, এম, অজিয়র রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *