বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মহসীন বহিস্কার

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোঃ মহসীনকে বহিস্কার করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগে সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস গত ১১ নভেম্বর মীর মোঃ মহসিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের নির্দেশ দেন। তিনদিন বহু নাটকীয়তার পর আজ রাত ৮ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু ও সাধারন সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠন ও সরকারী বিরোধী বক্তব্য এবং দলীয় শৃংখলা ভঙ্গের কারণে জেলা আওয়ামীলীগের নির্দেশে মীর মোঃ মহসিনকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ প্রাথমিক সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। এদিকে আজ সন্ধ্যায় বাকেরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মীর মোঃ মহসিন দাবী করেন তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ২০১১ সালে তার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে তাকে একটি গ্রুপ ষড়যন্ত্র করে ফাসিয়ে দিয়েছেন। তবে বরিশাল জেলা আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সুত্র দাবী করেছেন ২০১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের কোন্দলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের নেতা এইচ এম গোলাম মহিউদ্দীন খুন হন। স্হানীয় কাকরধা বাজারে প্রথম রমজানের দিন প্রকাশ্য দিবালোকে গোলাম মহিউদ্দীন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মীর মহসিন অনুসারী যুবলীগ নেতা হাতকাটা মামুন বাহিনী। এই বাহিনী স্হানীয় রাজনীতিতে মীর মহসিনের অনুসারী। গোলাম মহিউদ্দীন নিহত হওয়ার পর তার পরিবার এই নির্মম হত্যাকাণ্ডের সাথে মহসিনের সম্পৃক্ততা দাবী করে তখন বিভিন্ন কারনে মহসিন মামলা থেকে বাদ পড়লেও গোয়েন্দা রিপোর্টে তার নাম সামনে আসায় আগামী কাউন্সিলের আগেই তাকে আওয়ামী লীগ নেতা বিদায় দেয়ার সিদ্ধান্ত নেন জেলা আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *