বরিশালে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়। আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, রাশিদা বেগম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি মোঃ আলতাফ হোসেন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আজিজুর রহমান, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগীয় পর্যায় ১২ জন সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয় পাশাপাশি বরিশাল জেলা পর্যায়ে ১০৮ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ২০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল। চেক বিতরণের পূর্বে অতিথিরা স্বেচ্ছাসেবী মহিলা সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *