পটুয়াখালীতে ২৮১০ ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১, নিখোজ ১২

পটুয়াখালী:
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। বিধ্বস্ত হয়েছে দুই হাজার ৮১০টি ঘরবাড়ি, নিহত একজন ও আহত হয়েছেন দু’জন। এছাড়া কলাপাড়া উপজেলায় নিখোঁজ রয়েছেন মাছধরা ট্রলারসহ ১২ জেলে

পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরী রোববার (১১ নভেম্বর) সকালে প্রতিবেদনে জানান, পটুয়াখালী জেলায় ২৮ হাজার ৫০৮ হেক্টর ফসল, দুই হাজার ৮১০টি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশু নিখোঁজ ও ক্ষতি ২০টি, এক হাজার ৪২৮টি হাঁস-মুরগি, দুই লাখ এক হাজার ৩০০টি গাছপালার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং দুমকি উপজেলায় আহত হয়েছেন দু’জন। কলাপাড়া পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রিজিয়া বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে ২টার দিকে উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানে। মুষলধারে বৃষ্টি চলে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত। রোববার সকাল থেকে পটুয়াখালী জেলা সহ সকল উপজেলার ২৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিল। বিদ্যুৎ সংযোগ না থাকায় অধিকাংশ মোবাইল অপারেটরে নেটওয়ার্কে সমস্যা দেখা গেছে। বর্তমানে পটুয়াখালীর আকাশ মেঘলা অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *