রাজধানীতে সকালের মধ্যে নামতে পারে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট :
টানা কয়েক সপ্তাহ বৃষ্টিহীন রাজধানীতে গত বৃহস্পতিবার নেমেছিল স্বস্তির বৃষ্টি। যদিও থাকেনি বেশিক্ষণ।  ১০ মিলিমিটারের সেই বৃষ্টিতে আজ শনিবারসহ (৪ মে) দুদিনে তাপমাত্রা সামান্য কমলেও গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। যদিও ফের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি নামতে পারে বলে জানান। সেই আভাসে মানসিক প্রশান্তির কথাও জানান অনেকে।

আবহাওয়ার পূর্বাভাসে ড. কালাম জানান, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

যদিও সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি নামেনি ঢাকায়। সে হিসেবে আর ১৫ ঘণ্টার মধ্যে নামতে পারে বৃষ্টি।

বাড্ডা এলাকার বাসিন্দা গৃহিণী মাথিন জানান, গরমে কষ্ট হচ্ছে। ঘরে বয়স্করা আছেন। তাদের অবস্থা খুবই খারাপ। সব রুমে এসি চালান সম্ভব না। বিদ্যুৎ বিল অনেক আসে। আবার এসি থেকে বের হলে গরমের হলকায় বেশি কষ্ট হয়। বৃহস্পতিবারের বৃষ্টিতে সামান্য স্বস্তি এসেছে। আবার বৃষ্টির আভাসে ভালো লাগছে। আল্লাহ, বৃষ্টি দিলে বেঁচে যেতাম।

সূত্রাপুরের ব্যাবসায়ী আকাশ কুমার জানান, গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির অপেক্ষায় আছি। প্রতিদিন সন্ধ্যার পর বারবার লোডশেডিং হয়। এতে চরম দুর্ভোগে সময় কাটছে। চার্জার ফ্যান কিনতে গিয়েছিলাম। দাম বেড়ে একাকার। এখন সৃষ্টিকর্তাই আমাদের ভরসা।

মিরপুর-১-এর বাসিন্দা সাব্বির আলম বলেন, বৃষ্টির আভাস অনেক দিন ধরে পেতে পেতে বৃহস্পতিবার বৃষ্টির দেখা পেয়েছিলাম। এরপর আজ বৃষ্টির আভাসে মন ভালো লাগছে। কিন্তু, সেই আভাস কবে সত্যি হবে, তা আল্লাহ-ই ভালো জানেন।

বরিশাল অবজারভার / হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *