সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের পাঁচ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট :
সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের পাঁচ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে দুই লঞ্চের মধ্যে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা নদীবন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এসময় এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার জন্য ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে ঢুকলে ধাক্কা লেগে এমভি তাশরিফ-৪ লঞ্চটির ওঠানামার দড়ি ছিঁড়ে যায়। এতে ওই লঞ্চের পাঁচ যাত্রী গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে গিলে তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

বরিশাল অবজারভার / হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *