বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে দেখা দিলো বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক :
৬০ বলে ১০০ রানের অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতক হাঁকানোর দিনে রানপাহাড়ে চড়েছে বাংলাদেশ। গড়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এমন দিনেই কি না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হানা দিয়েছে বৃষ্টি।

বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পরই সিলেটে শুরু হয় বৃষ্টি। যার ফলে আয়ারল্যান্ডের ব্যাটিং নামতে দেরি হচ্ছে। আপাতত কাভার দিয়ে ঢাকা রয়েছে পিচ। অবশ্য আজ সোমবার (২০ মার্চ) সকালে সিলেটের আকাশ ছিল মেঘে ঢাকা। গতকাল রোববারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে শহরের রাজপথ।

দ্বিতীয়ও ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে মুশফিক, লিটন, শান্তদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে রেকর্ড ৩৪৯ রান দাঁড় করায় স্বাগতিক বাংলাদেশ। আর এত বড় সংগ্রহের বিপরীতে জবাব দিতে নেমে কেমন করে আইরিশ ব্যাটাররা সেটাই এখন দেখার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *