মা ইলিশ রক্ষার্থে বাকেরগঞ্জের বিভিন্ন নদীতে প্রশাসনের অভিযান

গাজী মোঃ মোশাররফ:

মা ইলিশ রক্ষায় সচেতন হই, ইলিশ উৎপাদনে সহায়তা করি” এই স্লোগান নিয়ে মা ইলিশ রক্ষায়, ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদী ও সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকরে সারা দেশের ন্যায় বাকেরগঞ্জ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রশাসন। চলমান ইলিশ শিকারে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে বাকেরগঞ্জের তুলাতুলি নদী ও পান্ডব নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার বিভিন্ন নদীতে দিনব্যাপী অভিযান চালানো হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে ইলিশ শিকার করতে দেখেন তারা। অভিযান টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। জাল উদ্ধার করে তুলাতলি নদীর তীরে পোড়ানো হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, পুলিশ সদস্য ও অন্যান্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম তাই ২২ দিন ইলশ মাছ ধরা, মজুদ, বিক্রি সম্পুর্নভাবে নিষিদ্ধ করেছে সরকার। কেউ যাতে অবরোধের মধ্যে ইলিশ মাছ শিকার করতে না পারে সেজন্য ছোট-বড় সব নদীতে প্রশাসন নিয়মিত অভিযান চালাবে। জেলেদের কর্ম না থাকায় তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে সরকার। নিষেধাজ্ঞা অমাণ্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় সকলের মধ্যেই এই সচেতনতা থাকলে অবশ্যই সফলতা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *