ড্রেজার থেকে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে

ডেস্ক রিপোর্ট :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝড়ো হাওয়ায় ঢেউয়ের তোড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বালু উত্তোলনের ড্রেজার থেকে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪ শ্রমিক৷ তবে ড্রেজার কেটে তাদের উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ড্রেজারটির ভিতর থেকে আল আমিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়৷ বুধবার সকালে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ড্রেজার ডুবির ঘটনায় এখনও ৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস জানায়, ড্রেজারের ভিতর থেকে এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের উদ্ধারে প্রচেষ্টা চলছে।

সোমবার রাত ১১টার পর মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বসুন্ধরা শিল্পগোষ্ঠীর ঘাট-৩ এর পার্শ্ববর্তী বামনসুন্দর খাল ও বঙ্গোপসাগরের সংযোগ অংশে ‘সৈকত এন্টারপ্রাইজ-২’ নামের ড্রেজারটি ডুবে যায়। তাতে শ্রমিক শাহীন, ইমাম, তারেক, মাহমুদ, আল আমীন, জাকারিয়া, আলম ও জাহিদ নিখোঁজ হন। এরা সবাই পটুয়াখালীর জৈনকাঠি এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *