এখন থেকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও চালাতে পারবেন টুইটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
এখন থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ব্যবহার করতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা। টুইটার তাদের জন্য নিয়ে এসেছে বিশেষ ফিচার ‘ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার’। এর মাধ্যমে টুইটের সঙ্গে থাকা ছবির বর্ণনা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যাবে

এ পদ্ধতিকে বলা হয় ‘অলটারনেটিভ টেক্সট’ বা ‘অল্ট টেক্সট’। এতে ছবির বিষয়বস্তু লিখে দেয়া যায়, যা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যায়। ফলে চোখে না দেখলেও ছবির বিষয়বস্তু সম্পর্কে জানার সুযোগ মিলে থাকে। ফলে এটি শুধু যারা দেখতে পান না তাদের জন্যই নয়, বরং যেসব এলাকায় ইন্টারনেটের গতি খুব কম সেখানেও এই ফিচার কাজে লাগবে।

স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপেও পাওয়া যাবে এই সুবিধা। তবে এখনো বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা এই ফিচার পাচ্ছেন না। ধীরে ধীরে সব দেশেই এটি চালু হবে বলেই জানিয়েছে টুইটার। তবে চাইলেই সব ছবির বর্ণনা শোনা যাবে না। এজন্য প্রথমে ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডারের সাহায্যে টুইট করার আগেই ছবির বর্ণনা যুক্ত করতে হবে। টুইট পোস্টকারীর দেয়া বর্ণনাই দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পড়ে শোনাবে স্ক্রিন রিডার সফটওয়্যার।

কিছুদিন আগেই টুইটার টুইট এডিটসহ বেশ কয়েকটি ফিচার নিয়ে এসেছে। এখন ইচ্ছা হলে বড় করেও টুইট লেখার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এছাড়াও টুইট সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামেও শেয়ার করা যায়। একের পর এক দুর্দান্ত ফিচারের জন্য দিন দিন ব্যবহারকারীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *