মেহেন্দিগঞ্জে উলানিয়াবাসীর জনদূর্ভোগ লাঘবে উলানিয়া ইউনিয়ন বিভক্তির লক্ষে গণশুনানি

মোঃ শাহাজাদা হীরা:

আজ ৬ আগস্ট দুপুর ১২ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মেহেন্দিগঞ্জ উপজেলার জনবহুল উলানিয়াবাসীর জনদূর্ভোগ লাগবে নাগরিক সুবিধা বৃদ্ধি ও সহজীকরনে সুদীর্ঘ উলানিয়া ইউনিয়ন বিভক্তির লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য বরিশাল ৪ আসন হিজলা-মেহেন্দিগঞ্জ, পংকজ নাথ (এমপি), জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ, দীপক কুমার রায়। আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেন্দিগঞ্জ, মোঃ মুনসুর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেন্দিগঞ্জ, মোঃ খোরশেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেন্দিগঞ্জ, রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা, ওসি মেহেন্দিগঞ্জ, আবেদুর রহমান, সকল ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও তিনটি ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। মেহেন্দিগঞ্জ উপজেলার জনবহুল উলানিয়াবাসীর জনদূর্ভোগ লাগবে নাগরিক সুবিধা বৃদ্ধি ও সহজীকরনে সুদীর্ঘ উলানিয়া ইউনিয়ন বিভক্তির লক্ষে গণশুনানিতে সকলের সাথে কথা বলেন। সেখানে জেলা প্রশাসক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলের প্রতি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *