বরিশাল বিশ্ববিদ্যালয়ে সবুজায়ন আন্দোলন

তানজুম তমা: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সবুজায়ন আন্দোলন,বিভিন্ন বিভাগ ও ডিপার্টমেন্টের উদ্যোগে এরই ভেতর লাগানো হয়েছে কয়েক শত বৃক্ষ,এরই ধারাবাহিকতায় গণিত বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। “আমরা ববিয়ান, করব ক্যাম্পাস সবুজায়ন” স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসকে প্রাকৃতিক অরন্যের লীলাভূমি হিসেবে তৈরীর লক্ষ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক হেনা রাণী বিশ্বাস,সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ভুঁইয়া,প্রভাষক শেখ আহমেদ,প্রভাষক আবদুল্লাহ আহমেদ ফয়সাল,প্রভাষক সুজিত কুমার বালা। গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রাণী বিশ্বাস বলেন, “শুধু বৃক্ষরোপণ করে থেমে গেলেই হবে না, গাছগুলো কি করে বাঁচানো এ বৃদ্ধি করা যায় সেদিকে নজর দিতে হবে।” একই সঙ্গে বৃক্ষরোপণকালে শিক্ষকবৃন্দ বলেন “বৃক্ষরোপণ কালে ক্যাম্পাসের আশপাশের আঁগাছা এবং সারা বছরই কি করে ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে সর্বোপরি সকল শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নজর দিতে হবে।” উক্ত কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সকল সাধারণ শিক্ষার্থীরা এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *