ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

হেলথ ডেস্ক :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময় আরও ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়। নতুন আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৩ জনে।

এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) ৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সময় মৃত্যু হয় একজনের।

বর্তমানে মোট ৩৬৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ২০ জন। ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫২৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৪৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৪৬৩ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৩৫ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৪০৮ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *