ইনস্টাগ্রাম রিলস ব্যবহারে আসছে আরও সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
দিন দিন জনপ্রিয়তার শিখরে উঠছে ইনস্টাগ্রাম রিলস। নতুন প্রজন্ম এখন ঝুঁকছে রিলসের দিকে। এর মাধ্যমে নিজের পছন্দমতো তৈরি করা ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়া যায় দ্রুত।

এবার রিলস ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

রিলসে সাধারণত ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। তবে এবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মিনিটের কম যেসব ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়, তা এবার সরাসরি শেয়ার করা যাবে রিলসেও। শিগগির এ ফিচারটি চালু হবে।

ফেসবুকের চেয়েও নতুন প্রজন্মের কাছে বেশি আকর্ষণীয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অনেকেই মনে করেন, এখানে ছবি ও ভিডিও পোস্ট করা তুলনামূলক বেশি নিরাপদ।

জানা গেছে, গ্রিন স্ক্রিন, হরাইজন্টাল অথবা ভার্টিক্যালি ভাগ করা স্ক্রিন অথবা পিকচার-টু-পিকচার রিঅ্যাকশন দেয়ার মতো ফিচারও যুক্ত করা হচ্ছে রিলসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *