বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয়রা!

স্পোর্টস ডেস্ক :
অবশেষে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে তাদের খেলার অনুমতি দেয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। যদিও কোহলি-রোহিতদের মতো কেন্দ্রীয় চুক্তিতে থাকা হাইপ্রোফাইল খেলোয়াড়দের অনুমতি দেয়া হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রোটিয়াদের এই টি-টোয়েন্টি লিগের ৬ দলই আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধীনে।

ইন্ডিয়ান ক্রিকেটারদের জনপ্রিয়তা সমগ্র বিশ্বে। যেকোনো ক্রিকেট ইভেন্টে তাদের অংশগ্রহণের প্রত্যাশায় থাকে আয়োজকরা। তাতে ওই আসর হয়ে ওঠে আরও আকর্ষণীয়। সম্প্রচার প্রতিষ্ঠান আর স্পন্সররাও হুমড়ি খেয়ে পড়ে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে কোহলিদের কখনোই দেশের বাইরে খেলার অনুমতি দেয়নি ভারতীয় বোর্ড।

কিন্তু এবার চিত্র বদলাচ্ছে। ভিনদেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছে ভারতীয়রা। এত দিন যে সুযোগ পেতেন শুধু নারী ও অবসর নেয়া ক্রিকেটাররা, এখন তা পাবেন বর্তমানরাও। অর্থের মানদণ্ডে ক্রিকেটকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে ভারত। টাকার পাহাড়ে ওঠা ভারতীয় বোর্ড কর্তারা এখন ক্রিকেট বিশ্বেরও নেতা।

২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকেই মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মার্কেটের এই রূপ দিয়েছে ভারত। এখন সীমানা পেরিয়ে অন্য দেশেও ছড়ি ঘোরাচ্ছে তারা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর টি-টোয়েন্টি চ্যালেঞ্জে একচ্ছত্র আধিপত্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। ৬ দলের সব কটিরই মালিকানা দখলে নিয়েছে তারা। এরইমধ্যে যে ইভেন্টকে সবাই নাম দিয়েছে মিনি আইপিএল।

সেই মিনি আইপিএলেই খেলার বড়সড় সম্ভাবনা রয়েছে ভারতের বর্তমান ক্রিকেটারদের। মূলত খেলোয়াড়দের ছাড়পত্র দিতে বিসিসিআইকে অনুরোধ জানিয়েছে ৬ ফ্র্যাঞ্চাইজি। তাদের মতে, সিএসএর টি-টোয়েন্টি লিগকে সফলভাবে সম্পন্ন করতে ইন্ডিয়ান স্টারদের অংশগ্রহণ বড় ভূমিকা রাখতে পারে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির অনুরোধ আমলে নিয়েছে সৌরভ গাঙ্গুলির বোর্ড। সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *