রাজাপুরের বিষখালি নদীতে বেড়িবাধ নির্মান ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া এলাকার বিষখালি নদীর ভাঙনরোধে দ্রুত বেড়িবাঁধ নির্মান ও চল্লিশকাহনিয়া লঞ্চঘাট থেকে নলছিটির তেতুলবাড়িয়ার বিষখালি নদী পারাপারের জন্য দ্রুপ ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়নের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সরু মিয়া ও ইউনিয়ন আ’লী সম্পাদক গোলাম মোস্তফা মহারাজ, ইউপি সদস্য মামুন হোসেন, গ্রুপের এডমিন জিয়া সুমন, বালী তাইফুর রহমান তূর্য ও জুবায়ের হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিষখালির ভাঙনে ফসলি জমি, বসতঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। বর্তমানে বড়ইয়া বিশ^ বিদ্যালয় কলেজসহ বেশি কিছু স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতঘর চরম ঝুকিতে রয়েছে, তাই দ্রুত বাধ নির্মান এবং বিষখালি নদীতে জীবনের ঝুকি নিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ খেয়ায় পারাপার হচ্ছে, তাই চল্লিশকাহনিয়া থেকে তেতুলবাড়িয়ার বিষখালি নদীতে দ্রুত ফেরি চালুর দাবি করেন তারা। ঝালকাঠির সড়ক ও জনপদের নিবার্হি প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, ফেরি চালুর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *