রাজাপুরে বৃদ্ধা নারী মাথা গোঁজার ঠাঁই পুড়ে ছাই, প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের উত্তর বারবাকপুর গ্রামের স্বামী পরিত্যক্ত বৃদ্ধ নারী পিয়ারা বেগমের (৬৫) শেষ আশ্রয়স্থল বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৯ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রতিবেশী প্রতিপক্ষরা আগুন নিয়ে তার বসঘর মাথা গোঁজার ঠাঁইটুকু মালামালসহ পুড়িয়ে দিয়েছে অভিযোগ তুলে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিয়ারা বেগম জনান, স্থানীয় আব্দুল হকের ছেলে প্রতিপক্ষ হাবিবুর রহমান হাবিল, জাহিদুল ইসলাম জিয়া, মিজানুর রহমান মিজানের সাথে জমির সিমানা ও বেড়া বিরোধ চলে আসছি। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সীমানা বেড়া খুলে গাছ কাটতে এবং ঘর সরাতে বলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। প্রতিপক্ষের বসতঘরের সামনেই পিয়ারা বেগমের বসতঘর। তিনি দিনে ওই ঘরে থাকলেও প্রতিপক্ষদের ভয়ে রাতে ছেলের বাড়িতে গিয়ে থাকেন। ফজরের দিকে জানতে পেরে গিয়ে দেখেন চাল, ডাল ও মালপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেছে। পিয়ারা বেগম অভিযোগ করে জানান, তাকে বাড়িছাড়া করতেই প্রতিপক্ষ জিয়া, মিজান ও হাবিল তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে গেলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাবিবুর রহমান হাবিল দাবি করেন, তাদের ফাঁসাতে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সাথে তারা জড়িত নন। কারা ঘটিয়েছে তাড়াও তা দেখেননি। লোকজনের ডাক-চিৎকারে তারা বের হয়ে আগুন জ¦লতে দেখেন তারা। রাজাপুর থানার এএসআই মোঃ সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। পিয়ারা বেগমের পূর্বের অভিযোগটি আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *