উজিরপুরে নিখোঁজের চার দিন পর ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার ॥ আটক-৩

বরিশাল প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে নিখোঁজের চার দিন পর তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ্ত মন্ডলের বস্তাবন্দি লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ৩ জনকে আটক করা হয়েছে। শিশু দীপ্ত মন্ডল (৮) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ির দীপক মন্ডলের ছেলে। আটককৃতরা হলেন একই এলাকার রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা ও নয়ন শীল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ। তিনি বলেন, গত ২৭ মে রাত ১১ টায় বাড়ি থেকে নিখোঁজ হয় দীপ্ত। এ ঘটনায় তার বাবা দীপক মন্ডল ২৮ মে রাতে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার চার দিন পর প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন শীলের উপর সন্দেহ করে স্থানীয়রা। পরে গতকাল গভীর রাত সাড়ে তিনটায় স্থানীয়রা রতন ও নয়নকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা দীপ্তকে হত্যার কথা স্বীকার করে। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ভোর সাড়ে পাঁচটায় পার্শ্ববর্তী একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ্তর লাশ উদ্ধার করে। এ ঘটনায় রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীলকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। আটককৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের থানায় নিয়ে যাচ্ছি। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বা কি কারণে এই হত্যাকাণ্ড তা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। তাছাড়া ঘটনাস্থলে হাজার হাজার মানুষ জড় হয়ে গেছে। তাই ঘটনাস্থল থেকে অভিযুক্তদের নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *