বাকেরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকদের ভূমি রেজিষ্ট্রেশন কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিস্ট্রার হারুন আল ইসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা, রিসোর্স পার্সোন হিসাবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সাব- রেজিস্ট্রার আলী আজগর ও বানারীপাড়া চাখার সাব-রেজিস্ট্রার জিহান আহমেদ প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য ও উদ্বোধনের পর ১০ জাতীয় শুদ্ধাচার কৌশল, হয়রানি মুক্ত নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সামাজিক দ্বায়বদ্ধতা সহ বিভিন্ন প্রকার দলিল লেখন, এলটি নোটিশ প্রস্তুত করণ, দলিল প্রস্তুতে যাবতীয় তথ্যাদি বা পরিস্থিতি সঠিক ভাবে বর্ণনা না করিলে দায় ও শাস্তির বিধি, দলিল লেখক (সনদ) বিধিমালা ২০১৪ ও দলিল লেখকদের আচারণ সংক্রান্ত দ্যা ¯ট্যাম্প এ্যাক্ট ১৮৯৯, একটি নির্ভুল তথ্য সম্বলিত দলিল প্রস্তুত করণে দলিল লেখক, দলিল দাতা ও গ্রহীতার দায়িত্ব কর্তব্য সমুহ। সরকারি রাজস্ব আদায় জমা নিশ্চিত করণ, অফিস ব্যবস্থাপনা, পত্র প্রেরণ ও গ্রহণ পদ্ধতি, ফাইল ব্যবস্থাপনাসহ জীকরণ সরকারি কর্মচারী (আচারণ) বিধিমালা ১৯৭৯ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ১৯৮৫, সর্বশেষ বিধিমালা ২০১৮, ররকর্ডরুম ও নথিপত্র সংরক্ষণ পদ্ধতি রেকর্ডরুম ব্যবস্থাপনা, নিবন্ধন এর নির্দেশনাবলী অতিরিক্ত নকল-নবীশদের দায়িত্ব ও কর্তব্য, বিলপ্রস্তুত সহব্যাপক নির্দেশনা নিয়ে এ প্রশিক্ষন দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *