সাফল্যের গৌরবোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি সরকরি কলেজ

ইয়াছিন আলম অভি: শিক্ষা প্রসারের মহতী লক্ষ্যকে সামনে রেখে ১৯৬৪ সালে তৎকালীন সরকার ঝালকাঠি সরকরি কলেজ স্থাপন করে। জাতি গঠনে এ প্রতিষ্ঠান ১৯৬৪ থেকে অবদান রেখে যাচ্ছে। সে কারণে এটি ঝালকাঠি জেলার সাড়া জাগানো শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ৫ম স্থান অধিকার লাভ করেছে। শুধু শিক্ষা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, আদর্শ শিক্ষার্থী গঠন করে জাতীয় জীবনেও অবদান রেখে চলছে প্রতিষ্ঠানটি।

আর এসব কৃতিত্বের মূলে রয়েছে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ। সঙ্গে রয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টা এবং সহযোগিতা। বর্তমানে এখানে একাদশ থেকে মাস্টার্স কোর্স পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৫৪ জন শিক্ষক রয়েছন ও তিন হাজার পাঁচশত শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ প্রতিষ্ঠানে ১টি অত্যাধুনিক ভবন রয়েছে। শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, ডিজিটাল কম্পিউটার ল্যাব, ইন্টারনেট কানেকশন, সর্বাধুনিক বিজ্ঞানাগার ও সিসি ক্যামেরা সবই স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত ও মনোরম সবুজ ক্যাম্পাসে একটি খেলার মাঠ । প্রতি বছর পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দিন আনিছ দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তিনি সব সময় শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়তে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বার্ষিক খেলাধুলা, বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, জাতীয় শোক দিবস এখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক অভিভাবকদের সহযোগিতায় এ প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অধ্যক্ষের দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির ভৌত কাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে ও ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটি শীর্ষে যাচ্ছে। এ প্রতিষ্ঠান অভিভাবক সমাজ ও সুধীজনের প্রশংসা লাভ এবং সবার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এ কারণে এখানে লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বিদ্যমান রয়েছে। ডায়েরী,একাডেমিক ক্যালেন্ডার সহ শিক্ষার্থীদের পরিকল্পিত শিক্ষা দেওয়া হয়। সুরক্ষিত এবং প্রশস্ত অডিটোরিয়াম রয়েছে। একটি সুগঠিত এবং কম্পিউটার ল্যাবরেটরি রয়েছে।ধূমপানের পাশাপাশি রাজনীতি মুক্ত এ শিক্ষা প্রতিষ্ঠানটি। যথেষ্ট বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং রাসায়নিক সঙ্গে আধুনিক এবং সমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস নেয়া হয়।২০.৪৫ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিতে একটি ৫ তলা বিশিষ্ঠ ভবন হয়েছে। রয়েছে অধ্যক্ষের বাসভবন, ৮টি অনার্স ডিপার্টমেন্ট ২টি মাস্টার্স ডিপার্টমেন্ট ৪টি একাডেমীক ভবন ,১টি প্রশাসনিক ভবন১টি ছাত্রাবাস ১টি ছাত্রী নিবাস ১টি শ্রমিক আস্তনা ,ছেলেদের ও মেয়েদের দুটি কমন রুম রয়েছে।শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য অভিভাবক সমাবেশ,শিক্ষায় দুর্বল শিক্ষার্থীদের নিয়ে গবেষনা সহ ব্যাপক পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের নেতিবাচক আচরন দুরিকরনে প্রতিষ্ঠান থেকে ১৬ দফা নির্দেশনাবলী দেয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ দক্ষতা,ন্যয় ও সততার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তিনি যোগদানের পর ক্লাশ রুমের টেবিল, চেয়ার,হল রুম,ভবনসহ ব্যাপক সংস্কার ,ক্লাশকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন,বিশুদ্ধ পানী শোধনাগারের ব্যবস্থা করেছেন।ল্যাবকে করেছেন সু সজ্জিত।এছাড়া কলেজ মসজিদে ব্যাপক উন্নতি করেছেন। শিক্ষকদের আন্তরিক পাঠদান ওঅভিভাবকদের মনিটরিং এর কারণে দিন দিন এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ছে।অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ বলেন প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর হতে নানা প্রতিকুলতাকে ডিঙ্গিয়ে আজ সুনামের সাথে লেখাপড়া চলছে। এটা সম্ভব হয়েছে শিক্ষক, অভিভাবক ও স্কুলের সাথে জড়িত সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সমন্বয়নের কারনে। আমরা চেষ্টা করছি উন্নত ও আধুনিক শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে।তিনি আরো বলেন,শিক্ষার পাশাপাশি প্রতিটি কার্য দিবসসহ সাংস্কৃতিক আঙ্গীনায়ও পিছিয়ে নেই ছাত্রছাত্রীরা। লেখাপাড়ার বাহিরেও শিক্ষাসফর, মা সমাবেশ, ক্লাস পার্টি, বার্ষিক মিলাদ, পুজা, বার্ষিক ক্রীড়া অনুষ্টান ও জাতীয় দিবসগুলো পালন করা হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা ঝালকাঠি সরকারি কলেজ আধুনিক শিক্ষা কেন্দ্র হিসেবে সর্বোচ্চ সুুযোগ-সুবিধা পেয়ে বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। তবে শিক্ষার্থীরা যাতায়াত নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের জন্য পরিবহন ও আবাসিক ছাত্রাবাস করার দাবি জানিয়েছেন। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটে। একজন অধ্যক্ষের সদিচ্ছা,সততা,সক্রিয় সহকর্মী ও অকুণ্ঠ সমর্থন-সহযোগিতা,কীভাবে একটি প্রতিষ্ঠানের শিক্ষণ পরিবেশের উন্নয়ন ঘটাতে পারে,তার আর্দশ উদাহরণ হতে পারে ঝালকাঠি সরকারি কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *