বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আহত-১

নাঈম হাওলাদার শুভ: বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে জিনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধর ভূমিদস্যুদের হামলায় একজন গুরুত্বর আহত হয়েছে। জানা যায়, জিনিয়া গ্রামের মৃত মো.হাতেম আলী হাওলাদারের পুত্র মো.আঃ বারেক হাওলাদারের সাথে একই এলাকার মৃত আফসের আলী হাওলাদরের পুত্র মো.মোসলেম আলী হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসে। আঃ বারেক হাওলাদার গংরা পূর্ব পুরুষের ভোগ দখলকৃর্ত জমি ওয়ারিশ হিসেবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসে। কিন্তু মোসলেম আলী হাওলাদার গংরা উক্ত ভোগ দখলকৃর্ত জমি জোরপূর্বক দখল করার পায়তারা চালায়। আঃ বারেক হাওলাদার ওয়ারিশের পক্ষ বাদি হয়ে বরিশাল ১ম ছাপ জর্জ আদালতে বাটারা ছাহামসহ একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪২৫/৭৬। উক্ত মামলাটি দীর্ঘদিন শুনানি হয় কিন্তু বিবাদী পক্ষ মোসলেম আলী হাওলাদার গংরা সত্ত্বের কোন কাগজপত্র আদালতে দেখাতে পারেনি। তাই বিঞ্জ আদালত শুনানীয়ান্ত দোতরফা সুত্রে ২৪/০৪/৮২ ইং প্রাথমিক রায় প্রদান করেন এবং বিগত ২৯/০১/৯৪ ইং তারিখে উকিল কমিশনের মাধ্যমে বাটারা ছাহামসহ আঃ বারেক হাওলাদারের পক্ষে চুরান্ত ডিগ্রি প্রাপ্ত হয়। উক্ত ডিগ্রিতে ৭৫ নং জিনিয়া এস.এ ১৭৫ নং খতিয়ানে মোট ৬.৭২ শতাংশ জমি থেকে বাদী পক্ষ ১.৮৪ শতাংশ জমি আঃ বারেক হাওলাদারের পক্ষে প্রাপ্ত হয়। পরবর্তীতে ১.৮৪ শতাংশ জমি ১৫০ ধারা বিধান মতে রেকর্ড সংশোধন করিয়া নামজারির মাধ্যমে আঃ বারেক হাওলাদার গংদের নামে রেকর্ড হয়। ইতিপূর্বে ঐ জমি মোসলেম আলী হাওলাদার গংরা জোর করে দখল করার পায়তারা করলে আঃ বারেক হাওলাদার বাদী হয়ে বরিশাল আদালতে একটি এম.পি মামলা দায়ের করেন। মামলার নং-২৮/১৮ ফৌঃ কার্যবিধি আইনে ১৪৪/৪৫ ধারা দায়ের করেন। উক্ত মামলার প্রতিবেদন দাখিলের জন্য বাকেরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ব/c হাওলা করেন। যাহার প্রতিবেদন দাখিলের পূর্বে বিবাদী মো.মোসলেম আলী হাওলাদার ও তার পুত্র মো.নাসির হাওলাদার,মামুন হাওলাদার, মনির হাওলাদার ও তার মেয়ে রিজিয়া বেগম তফসিল জমি জবর দখল করার জন্য গত ২৪ মে সকাল ৬টার বালুর ড্রেজার মেশিন দ্বারা ভরাট করিতে গেলে আঃ বারেক ও তার স্ক্রী আসমা বেগম বাধা দিতে গেলে মোসলেম আলী হাওলাদার ও তার পুত্র নাসি,মামুন,মনির ও রিজিয়া লাঠিশোটা দিয়ে পিটিয়ে গুরুত্ব জখম কের বাম হাত ভেঙ্গে ফেলে। এসময় তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লোক্সে ভর্তি করেন। এঘটনায় আঃ বারেক হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আঃ বারেক হাওলাদার ও তার পরিবার প্রশাসনের সকল উধ্বর্তন কর্মকর্তার কাছে তাদের নিরাপত্তা চেয়ে সুষ্ট তদন্তের মাধ্যমে কঠোর বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *