সাকিবের সিদ্ধান্ত বদল

স্পোর্টস প্রতিবেদক:

পরিবারের সদস্যদের অসুস্থতার পরও দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থেকে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ সোমবার রাতে ফেরার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। আপাতত ফেরা হচ্ছে না তাঁর। সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিও বার্তায় খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ‘সাকিবের পরিবারের অনেকে অসুস্থ। যে কারণে ওর মনে একটা দ্বিধা দ্বন্দ্ব তো আছেই। বারবার ঢাকা থেকে, ওর পরিবার থেকে কথা হচ্ছে যাওয়ার ব্যাপারে। ওর জন্য টিকেট আমাদের প্রায়ই বুক করতে হচ্ছে। আজকে ওর চলে যাওয়ার একটা কথা হচ্ছিল। তবে সাকিবই যাবে না, ও খেলে যাবে। আসলে একটা সত্যি কথা, তার যাওয়ার কথা ছিল। বিসিবি থেকে জালাল ভাই হয়তো বলেও দিয়েছেন। এর কিছুক্ষণ পর সাকিব সিদ্ধান্ত নেয় যে যাবে না। খেলেই যাবে। এখন সাকিব যাচ্ছে না। হয়তো তৃতীয় ওয়ানডে খেলেই যাওয়ার একটা চিন্তা ভাবনা করবে।’

কঠিন পরিস্থিতি পার করছে সাকিব আল হাসানের পরিবার। একই সঙ্গে পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। তাঁর মা শিরিন আক্তার, শাশুড়ি, দুই মেয়ে ও ছেলে হাসপাতালে ভর্তি। পরিবারের এ অবস্থায় পাশে থাকতে আজ দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার কথা ছিল তাঁর। তবে সিদ্ধান্ত বদলে দলের সঙ্গে থেকে গেলেন সাকিব।

অনেক আগে থেকে হার্টের সমস‍্যায় ভুগছিলেন সাকিবের মা। তবে, হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অসুস্থ হয়েছে সাকিবের তিন সন্তান—আলাইনা হাসান অব্রি, ইরাম হাসান এবং একমাত্র ছেলে আইজাহ। বড় মেয়ে আলাইনার জ্বর হয়েছে আর ছোট দুই সন্তান ভুগছে নিউমোনিয়ায়। তিন জনকেই নেওয়া হয়েছে হাসপাতালে।

এ ছাড়া সাকিবের শাশুড়ি অনেক দিন ধরে ক‍্যানসারে ভুগছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এ কঠিন মুহূর্তে সাকিবের পাশে আছে বিসিবি। আজ বিকেলে জালাল ইউনুস বলেন, ‘সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনারা জানেন, তার সন্তানেরা ও তার মা অসুস্থ। তারা এখন হাসপাতালে আছে। বাচ্চাদের নিউমোনিয়া হয়েছে। এর মধ্যে সিরিজ চলছে। স্বাভাবিকভাবে মানসিকভাবে স্ট্রেস যাচ্ছে তার। সবার কাছেই পরিবার আগে। এই অবস্থায় বোর্ড তার পাশে আছে। আর এখানে একজন অসুস্থ নয়। তার মা, শাশুড়ি, বাচ্চারা অসুস্থ।’

দক্ষিণ আফ্রিকায় চলমান সফরে এরই মধ্যে দুটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে হবে ২৩ মার্চ।

ওয়ানডে সিরিজ শেষে কয়েক দিন বিরতি দিয়ে ৩১ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৮ থেকে ১২ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *