বিএমপি কমিশনারের পদোন্নতি ও বদলী উপলক্ষ্যে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের উদ্যোগে মতবিনিময় ও দোয়া

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর পদোন্নতি ও বদলী উপলক্ষ্যে  ১৭ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ সকাল এগারোটায় জামে বায়তুল মোকাররম মসজিদ বরিশালে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের উদ্যোগে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।
অনুষ্ঠানে বক্তাগণ বক্তব্যে প্রধান অতিথি মহোদয়ের বরিশালে বর্ণাঢ্য কর্মময়  সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের পেশাদারিত্বের মান বৃদ্ধিতে ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান পুলিশ আধুনিক জনমুখী ও জনবান্ধব পুলিশ। অন্যায়ভাবে অনিয়মের পথে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার মতো দুরভিসন্ধিমূলক কোনকিছু যেন না করতে পারে সেজন্য মেট্রোপলিটন পুলিশ দেখলেই তাদের নছিহত ও সু পরামর্শ দেয়ার অনুরোধ ।
 অন্য সপ্রদায়ের সাথে সৌহার্দ্যপূর্ণ আচার-আচরণ সম্প্রীতির যে আইনানুগ শিক্ষা ইসলাম শিখিয়েছে, বরিশালের মানুষ সেই মর্মবাণীর মর্যাদা রক্ষা করতে জানে। যে কারণে ধর্মীয় লেবাসে  নামে বেনামে কোন
দুষ্কৃতিকারীর আবির্ভাব অন্য জেলায় হলেও বরিশালে হয়নি।
তিনি আরও বলেন, আমাদের কমিউনিটিতে সামাজিক শক্তি, মুরব্বিদের শাসন, নৈতিক শিক্ষা সহ অনেকগুলো বিষয় ক্ষহিষ্ণু  হয়ে যাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম আইনমান্যকারী নাগরিক হওয়ার অন্তরায় হচ্ছে তাই অপরাধ দানাবাঁধার আগেই তা দমনে আমরা সমাজের সকল ক্লিন ইমেজের আন্তরিক অংশগ্রহণে পুলিশ ও জনগণের দূরত্ব দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, স্কুল ভিজিটিং সহ, ওপেন হাউজ ডে সহ অনেকগুলো সুসজ্জিত প্লাটফর্ম সাজিয়েছি। এই প্লাটফর্মে সামাজিক শক্তি হিসেবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারেন আলেম ওলামাগণ।অপরাধ দেখে তা প্রতিরোধে  নির্লিপ্ত হলে আল্লাহর কাছে আলেম সমাজকে এর জবাবদিহি হতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের মাধ্যমে শৃঙ্খলা সমুন্নত রেখে সোনার মানুষ হওয়ার মাধ্যমে সম্মিলিতভাবে এ সমাজ বদলে দিতে পারি ২০৪১ সালের মধ্যে আমরা সত্যিকার অর্থে উন্নত দেশে পরিনত হতে পারি।
 এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি  প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস  মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি  এস এম তানভীর আরাফাত পিপিএম-বার,    উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি  খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি  শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি  মোঃ ফারুক,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস  মোঃ রাসেল পিপিএম সেবা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া  মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি  মোঃ ইব্রাহিম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি  মোঃ আজিমুল করীম সহ বিএমপির অন্যান্য  কর্মকর্তাবৃন্দ সহ জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের নেতৃবৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *