কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অসংখ্য মৃত জেলিফিশ

রইসুল ইমন, পটুয়াখালী:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রাজাতির মৃত জেলিফিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এসব জেলিফিশ ভেসে আসতে দেখা যায়। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু মৃত জেলিফিশ দেখা গেছে। তবে ঠিক কি কারনে এসব জেলিফিশের হঠাৎ মৃত্যু হচ্ছে তার সঠিক কারন বলতে পারছেনা সংশ্লিষ্টরা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণী অনেকটা চাঁদের মতো দেখতে হওয়ায় এদেরকে মুন জেলিফিসও বলা হয়। এগুলা মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণ কিংবা বাতাসের কারণে জেলিফিশ উপরের দিকে চলে আসে। তখন বালুতে আটকে পরে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *