বরিশালে হরিজন সম্প্রদায়ের মাঝে আধুনিক ফ্ল্যাট হস্তান্তর করলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার:
বরিশাল নগরীর কাউনিয়ায় হরিজন স¤প্রদায়ের জন্য সেবক কলোনীতে ৬ তলা বিশিষ্ট দুটি নতুন ভবন উদ্বোধন হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানুকি সিংহ রোড সংলগ্ন সেবক কলোনীতে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অভ্যস্ত হরিজনদের আধুনিক মানের ফ্ল্যাট বরাদ্দ দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে হরিজন সম্প্রদায়ের মানুষদের জন্য তিনি তার কর্ম তৎপরতা অব্যাহত রাখবেন।মেয়র তার বক্তব্যে আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশনে যারা ঝাড়–দার হিসেবে কাজ করছেন তাদের বেতন সাড়ে ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার এবং যারা অনিয়মিত কর্মচারি তাদের বেতন ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। আগামীতে সিটি কর্পোরেশন ছাড়াও সরকারী অন্যান্য সংস্থায় নিয়োজিত সুইপারদেরও আধুনিক মানের ফ্ল্যাট দেয়া হবে বলে জানান মেয়র।নগর ভবন সূত্রে জানা গেছে, মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনীতে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন নির্মান করে বরিশাল সিটি কর্পোরেশন। ভবন দুটিতে মোট ৯২ টি ফ্ল্যাট এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে।নাম ফলক উন্মোচন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ অর্পণের মাধ্যমে উদ্বোধন শেষে লটারীর মাধ্যমে হরিজন স¤প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন সিটি মেয়র।অনুষ্ঠানে সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এবং হরিজন কলোনীর সাধারণ সম্পাদক জয়ন্ত দাস বক্তব্য রাখেন। এ সময় প্যানেল মেয়র ,কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনেরর নেৃতৃন্দ এবং বিসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *