দেশে করোনা শনাক্তের সংখ্যা দৈনিক সাড়ে ৫শ’ ছাড়াল

গেল ২৪ ঘন্টার ব্যবধানে দেশে করোনার শনাক্তের হার বেড়েছে। তবে, গতকালের তুলনায় কমেছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।

গেল ২৪ ঘন্টায় দেশের ৮৫২টি ল্যাবে আন্টিজেন টেস্টসহ ১৯ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৫৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে দাঁড়াল। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রায় তিন মাসের মধ্যে রবিবার সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হল। সবশেষ গেল ১১ই অক্টোবর এর চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। সেদিন ৫৯৯ জনের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আর একজনের মৃত্যু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, মৃতের তালিকায় যুক্ত হওয়া একজন রংপুর বিভাগের বাসিন্দা। নতুন একজনসহ এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭৭ জনে। গেল ২৪ ঘন্টায় দেশের বাকি বিভাগগুলোতে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৫৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের পাঠানো বিজ্ঞপ্তিতে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এছাড়া ১৫ হাজার ২১৪ জনের করোনা পরীক্ষায় নতুন করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্তের কথা জানায় অধিদপ্তর। গতকাল করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। যা আজ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯১ শতাংশে।

এদিকে, গেল ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭৫ জনই করোনার ভ্যাকসিন নেননি। আর বাকি ১৬ জনের মধ্যে ৬ জন ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১০ জন দু’টি ডোজই সম্পন্ন করেন।

অন্যদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ১১৮ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৫৮ হাজার ৬৮৬ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৯১৪ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *