দেশে ফের বাড়ছে করোনা শনাক্তের হার

গেল ২৪ ব্যবধানে দেশে করোনাভাইরাসে শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল এক দশমিক ৩০ শতাংশ, যা আজ বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক ৩৯ শতাংশ।

গেল ২৪ ঘন্টায় দেশের ৮৪৯টি ল্যাবে আন্টিজেন টেস্টসহ ২০ হাজার ৯০৯ জনের নমুনা পরীক্ষা নতুন করে ২৯১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনে দাঁড়াল। এছাড়া ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫১ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতের তালিকায় যুক্ত হওয়া একজন সিলেট বিভাগের বাসিন্দা। ২৪ ঘন্টায় দেশের বাকি ৭ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও জানান হয়েছে করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী, দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৩৯ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৬০ জনের করোনা শনাক্তের কথা জানান হয়। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল এক দশমিক ৩০ শতাংশ। এছাড়া গতকাল করোনায় ২ জনের মৃত্যুর খবর জানান হয়।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৫২৮ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮০ হাজার ৮৪ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৩৭৭ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *