তাড়াহুড়ো করে আইন করা ঠিক হবে না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা সঠিক হবে না। আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন বসবে। ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। তাই এই স্বল্প সময়ে এ আইন প্রণয়ন করা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে ‘নির্বাচন কমিশন নিয়োগ আইনের খসড়া’ হস্তান্তরের পর তিনি এ মন্তব্য করেন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইনমন্ত্রীর হাতে ওই খসড়ার একটি কপি তুলে দেন।

এ সময় ড. বদিউল আলম মজুমদার অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পরামর্শ দিলে আইনমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এ আইন প্রণয়ন করা সঠিক হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম চালু আছে- তা আইন না হলেও আইনের কাছাকাছি। কারণ এ সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে থাকেন।’

সুজনের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, অধ্যাপক রুবাইয়াৎ ফেরদৌস, দিলিপ কুমার সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *