বরিশালে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে সরঞ্জামাদী বিতরণ

বরিশাল:
বরিশালে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বচনী সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশালের ৩টি উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার স্ব স্ব উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম প্রদান করেছেন স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তারা। গতকাল দুপুর ১২টায় বরিশাল সদর উপজেলা পরিষদের হল রুম থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সদর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনী সরঞ্জামাদী তুলে দেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে। বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ভোট গ্রহনের জন্য তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বরিশালে ১২টি ইউনিয়নে মোট ১১৪টি কেন্দ্র রয়েছে। চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন এবং সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়নের সবগুলোতেই বীনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯২২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *