“বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে” প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম

বরিশাল প্রতিনিধি :
ব্যবসা পরিকল্পনার ওপর উদ্যক্তার মিলনমেলা ২০২১ শিরোনামে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢকার মহাখালিস্থ এসকেএস টাওয়ারের সেনা কনভেনশন হলে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহেদ ফারুক- এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে, যাতে কাজটি সহজতর হয় এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। এসময় প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহেদ ফারুক- এমপি তরুণদের চাকরিপ্রার্থীর পরিবর্তে চাকরিদাতা হতে উৎসাহিত করেন। প্রতিযোগীতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের সাংসদ নয়ন উদ্দিন চৌধুরী-এমপি ।

উল্লেখ্য ১ শতাধিক’র  অধিক স্কুল এবং কলেজের প্রায় ৮ শত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *