মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ১৮ই সেপ্টেম্বর ভোট

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
মেহেন্দিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের নিজেস্ব কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় ২০২০-২০২১ বছরের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন ও নতুন সদস্যদের স্থায়ীকরণ বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক আকতার হোসেন খোকন (প্রধান নির্বাচন কমিশনার) এবং ইউপি সচীব ভাস্কর চন্দ্র পাল ও একজন সরকারি কর্মকর্তার সমন্বয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনকল্পে প্রেসক্লাবের ২০২১-২০২২ অর্থ বছরে কার্যকরি সংসদ নির্বাচনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র ক্রয়, ১৫ই সেপ্টেম্বর জমাদানের শেষ তারিখ, ১৬ই সেপ্টেম্বর যাচাই-বাছাই, ১৭ই সেপ্টেম্বর প্রত্যাহার এবং ১৮ই সেপ্টেম্বর/২০২১ ইং তারিখ ভোটের দিন ধার্য্য করে নির্বাচনের তফসিল ঘোষনা করেণ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এহসান রেজা জিতু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সভাপতি জাহিদুর বারী খোকন, সাধারন সম্পাদক এহসান রেজা জিতু, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধ্যক্ষ মাহামুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামীম খান, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সম্রাট হোসেন, সদস্য নুর মোহাম্মদ জুয়েল, মনির দেওয়ান, এইচ এম আনিছুর রহমান, শিবলু জমদ্দার, ইব্রাহীম বকশি, তুহিম আহম্মেদ হানিফ সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র সকল সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *