বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে গৌরনদীতে পুলিশের মাইকিং ও লিফলেট বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি হুইলারের চলাচল বন্ধ করতে শুক্রবার সকালে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের পক্ষথেকে মহাসড়কে মাইকিং ও চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধণ করেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মাহাবুবুর রহমান, এ.এস.আই মামুনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
ওসি মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, এ মহাসড়কে থ্রি হুইলারের চলাচল বন্ধ করতে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। সড়ক পরিবহন আইনে অপরাধ ও শাস্তির পরিমাণ সম্পর্কে চালকদের অবগত করার জন্য তারা মহাসড়কে মাইকিং ও থ্রি হুইলার চালকদের মধ্যে লিফলেট বিতরণ করছেন। একই সাথে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠানামা করছে কিনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম রাখা হচ্ছেছ কিনা তা তদারকি করছেন তারা। পাশাপাশি বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। গত এক মাসে ১হাজার ২শ নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলারের বিরুদ্ধে অর্থদন্ডসহ বিভিন্ন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *