সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নের জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

বরিশাল প্রতিনিধি:
দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী আবারো ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার।
 তারিই ধারাবাহিকতায় আজ ৪ আগস্ট বুধবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন এর ১৩ তম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে,বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
বরিশাল জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ২২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ২০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।
পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ২ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ২ হাজার ৩০০ টাকার জরিমানা আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *