কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা বিতরণ

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন এসডিসি ও ইউএনডিপি সহায়তায় জাতীয় মানবাধিকার কমিশন বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আভাস আয়োজনে আজ ০৮ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বরিশাল জেলার বঙ্গবন্ধু উদ্দ্যান সংলগ্ন অফিসার্স ক্লাব সম্মুখে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নরসুন্দর, মুচি, দিনমজুর, প্রতিবন্ধি, কৃষক, অটোড্রাইভার ও গৃহকর্মী সহ মোট ২৯৩ জন কে কভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা (প্রতি জনকে চাল (মিনিকেট) ১২ কেজি, আটা (ফ্রেস) ২ কেজি প্যাক ৩ পিচ, মুশুরডাল ৩ কেজি, চিনি (ফ্রেস) ১ কেজি প্যাক, লবন (ফ্রেস) ১ কেজি প্যাক, সয়াবিন তৈল (তির) ২ লিটার ১ পিচ, চিরা ১ কেজি, এন্টিস্যাপ্টিক সাবান ১০০ গ্রাম (লাইফবয়) ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম প্যাক (ফ্রেস) ১ পিচ) বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাবেদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লাকী দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুশফিকুর রহমান, আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল এবং বরিশাল সমাজ সেবা প্রবেশন অফিসার জনাব সাজ্জাদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন বরিশাল নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম সদস্য এবং ইয়থ ফোরাম সদস্য বৃন্দ। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন আভাস এর ওডি এ্যাডভাইজার জনাব জহুরুল হাসান তালুকদার, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সঞ্জয় বিশ্বাস ও মোঃ সেলিম হাওলাদার, ফিনান্স এন্ড এডমিন জনাব উজ্জল দাস ও উম্মে সাইফুননেছা লাকী, ট্রেনিং সেন্টার ম্যানেজার জনাব আমির হোসেন লাবু, প্রজেক্ট অফিসার জনাব প্রদীপ দাস, মোঃ জাকির হোসেন, নাসরিন খানম, কান্তা দে, মোঃ আলি আহসান এবং অন্যান্য স্টাফ বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *