মেহেন্দিগঞ্জে ৭ বছরের শিশুর রহস্য জনক মৃত্যু!

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের জালিরচর গ্রামের রুবেল আকনের সাত বছরের মেয়ে মরিয়মের রহস্য জনক ভাবে মৃত্যু হয়েছে। গত ৩০ শে জুলাই’২১ তারিখে  চরগোপালপুর ইউনিয়নে রুবেল আকন এর বাড়ির পিছনে পুকুরের পাড়ে মৃত অবস্থায় মরিয়মের লাশ পাওয়া যায়।তথ্যসূত্রে, নিহতের বাবা রুবেল আকন জানান আমার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার দিন সকালে আমার চাচাতো ভাই বাহাউদ্দীন আকনের মেয়ে নাফিজা আক্তার নিশার (১৫)  সাথে আমাদের বাড়ির  পিছনে পুকুর পাড়ে  যায় মরিয়ম।সেখান থেকে নিশা একা বাড়িতে ফিরে  আসে কিন্তু আমার মেয়ে মরিয়মকে নিশার সাথে করে নিয়ে আসে নাই, আমার মেয়েকে নিশা হত্যা করেছে। নিশা বিভিন্ন রকম অসামাজিক কাজ করে যাহা আমার মেয়ে দেখে ফেলছে তাই আমার মেয়েকে নিশা পরিকল্পিত ভাবে হত্যা করেছে।এলাকাবাসীর সন্দেহভাজন নিশা সম্পর্কে জানতে চাইলে গ্রাম পুলিশ ইউছুফ বলেন, নিশা অল্প বয়সেই এলাকার অনেক ছেলেদের বন্ধু হিসেবে পরিচিত। স্থানীয় ১ নং ওয়ার্ডের মেম্বার বাবুল সিকদারের ছেলে রাকিবের (২৩) সাথেও নিশার সুসম্পর্ক রয়েছে। নিহতের চাচা কাবুল আকন বলেন, নিশার কোন কুকর্ম মরিয়ম দেখে ফেলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। উল্লেখ্য যে, নিহত মরিয়মের মৃতদেহ ঘার মটকানো,কাদামাখা অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। নিহতের বাবা রুবেল আকন বলেন, নিশা আমাদের বাড়ির পিছনে পুকুর পাড়ে নিয়ে মরিয়ম কে  হত্যা করে পানিতে ভিজে বাড়িতে আসে এবং নিশার কাছে জিজ্ঞেস করলে বলে আমাকে ছাগলে ধাক্কা দিয়ে পানিতে  ফেলে দিয়েছে। নিশা পুকুর থেকে বাড়িতে আসার পরে যখন দেখে আমার মেয়ে মরিয়মকে সকলে মিলে খোজাখুজি করছে  তখন নিশা নিজেই আমাদের কে বাড়ির পেছনে ঘেরের পাড়ে নিয়ে যায় এবং ওর কথা মত আমরা মরিয়মের খোঁজ পাই, তাই আমাদের ধারনা নিশাই আমার মেয়ে মরিয়ম কে হত্যা করেছে । রুবেল আকন জানান আমি  মামলা করবো এবং আমার মেয়ে মরিয়ম এর হত্যার বিচার চাই।মেয়েকে যেহেতু  হত্যা করা হয়েছে তাহলে আপনি কেন পুলিশকে জানাননি এবং লাশ ময়নাতদন্ত ছাড়া কেন দাফন করছেন এমন প্রশ্নের জবাবে নিহতের বাবা  রুবেল আকন বলেন, আমাদের ওয়ার্ড মেম্বার বাবুল সিকদারের হস্তক্ষেপের কারনে মামলার দিকে যাইনি।বাবুল সিকদার প্রতিবেদক কে বলেন, এটা পারিবারিক বিষয় এটা আমরা পারিবারিক ভাবে মিমাংসা করে দিবো, তাই আমি ও আমরা কেউ থানা পুলিশ করি নাই। এ বিষয়ে অভিযুক্ত নাফিজা আক্তার নিশা (১৫) বলেন আমার সাথে মরিয়মের ঐ দিন কোন দেখা হয় নি, আর আমি মরিয়ম কে কেন হত্যা করবো। নিহত মরিয়মের বিষয়ে জানতে ৮নং চরগোপালপুরের ইউ পি চেয়ারম্যান শামসুল বারী মনির হাওলাদার এর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। মরিয়ম হত্যার বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল কালাম মুঠোফোনে জানান  এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি তবে অভিযোগ বা মামলা করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *