বরিশাল জেলা প্রশাসন’র মোবাইল কোর্ট অভিযানে ২৬ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা 

বরিশাল প্রতিনিধি:
সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সপ্তাহব্যাপী সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন।  তারি ধারাবাহিকতায় আজ ৪ জুলাই  রবিবার লকডাউনের ৪র্থ দিন জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে  বরিশাল নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এর নেতৃত্বে,  করোনা প্রতিরোধে ও নিষেধাজ্ঞা কার্যকরে বিজিবি সাথে নিয়ে নগরির আমতলার মোড়, বাংলাবাজার, রুপাতলী এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মোঃ আলী সুজা। চকবাজার, বাজার রোড, চৌমাথা, নথুল্লাবাদ এলাকায়এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মারুফ দস্তেগীর।বান্দ রোড, মেডিকেল মোড় এলাকায়
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-লাকী দাস এই ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এই ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *