বরিশালে চীনের সিনোফার্মার করোনার টিকাদান শুরু

বরিশালে চীনের সিনোফার্মার উৎপাদিত করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা প্রদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ এবং ইনফরমেশন অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের এই টিকা দেয়া হচ্ছে। এছাড়া সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং চীনা নাগরিকরা এই দফায় টিকা দেয়া হচ্ছে। টিকা দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, এই দফায় বরিশালে ৩৯ হাজার ৬০০ চীনের সিনোফার্মের টিকা এসেছে। সরকারি নির্দেশনা অনুসারে টিকা প্রদান শুরু হয়েছে। এই দফায় টিকার পরিমাণ কম এসেছে। এ কারণে একটি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

 

আগামী দিনে আরও টিকা আসলে সর্বসাধারণকে করোনার টিকার আওতায় আনার কথা বলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *