বরিশালে শহীদ জননী সাহান আরা বেগমের স্মরণসভা অনুষ্ঠিত

বরিশালে ৭৫’ এর শহীদ জননী মুক্তিযোদ্ধা সাংস্কৃতিজন শিক্ষানুরাগী সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সাহান আরা বেগমের বর্ণাঢ্য জীবন অনুকরণীয়। আগামী প্রজন্মের মাঝে তার সংগ্রামী জীবনের আদর্শ ছড়িয়ে দিতে হবে। বক্তারা মুক্তিযোদ্ধা শহীদ জননী শাহান আরা বেগমের নামে ট্রাস্ট প্রতিষ্ঠা এবং শিক্ষা বৃত্তি চালু করার দাবি জানান।

 

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত সাহান আরা বেগমের বড় ছেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, সিনিয়র আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্বাস উদ্দিন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, সনাক বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সুমন।

অনুষ্ঠানে বরিশালের সকল সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংস্কৃতিজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *