মে মাসেও রেমিট্যান্সের রেকর্ড

চলমান মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও গেল মে মাসে চলতি বছরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। প্রবাসীরা এ মাসে দুই দশমিক ১৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী এ বছরের সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রবাহ এটি।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। জানা গেছে, ঈদের মাস মে’তে দেশে রেকর্ড পরিমাণ ২১৭ কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা একক মাস হিসেবে এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে নয় দশমিক ৮৯ বিলিয়ন ডলার। এর আগে, ২০২০ সালেও রেমিটেন্স আহরণে অনন্য রেকর্ড গড়ে বাংলাদেশ। গত বছরে দেশে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ (২১ দশমিক ৭৪ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা। এর আগে এক বছরে বাংলাদেশে এত রেমিটেন্স আর কখনো আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *