জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন চেয়ে চবি ছাত্রলীগের একাংশের মানববন্ধন

জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে ‘মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার (১ জুন) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে  আরও বক্তব্য রাখেন,  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন শিমুল, মেহেদী হাসান, নাঈম উদ্দীন আজাদ, আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, মোমিনুল ইসলাম মোহন, আলতাফ, কাজী পাপন, শোয়েবুর রহমান কনক প্রমুখ।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে নির্মিত জাদুঘরের নাম কোনোভাবেই জিয়ার নামে হতে পারে না। জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ যতদিন বেঁচে থাকবে ততদিন এই অন্যায় মেনে নেওয়া হবে না। ছাত্রলীগের দাবি এ স্থাপনার নাম পরিবর্তন করে ‘মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ করা হোক।

এদিকে, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন চান্দগাঁও থানা ছাত্রলীগ।

মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম জেলাপ্রশাসক মো মমিনুর রহমানের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন তারা।

পরে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ বাংলানিউজকে বলেন, ৭৫’র পরবর্তী বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের ইতিহাস বিকৃতির চক্রান্ত হয়েছে। ছাত্রলীগ এ ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়ছে। জিয়াউর রহমানের নামে চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্নস্থানে রাষ্ট্রীয় স্থাপনা পরিবর্তন করা হোক।

এই সময় উপস্তিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বাবু, থানা ছাত্রলীগ নেতা লুৎফুর আজিম রেনেসা, সাজ্জাদ আলমসহ প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রামে পুরাতন সার্কিট হাউজে প্রতিষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘরকে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম’ ঘোষণার যে দাবি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তুলেছেন, সম্প্রতি তার বিরোধিতা করেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *