রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি:
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে প্রথম আলো বন্ধসভার উদ্যোগে মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধনে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন গৌরনদী উপজেলা প্রেসক্লাব, গৌরনদী রিপোটার্স ইউনিটি, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদ।

মানববন্ধন শেষে গৌরনদী বন্ধুসভার সভাপতি শ্রীকৃঞ্চ চক্রবর্তির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ জামাল উদ্দিন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম। বক্তারা বলেণ, রোজিনা ইসলামের গলাটিপে ধরা মানে সাংবাদিক সমাজের গলা টিপে ধরা। গলা টিপে দূর্নীতির বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। অনতিাবলম্বে রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং দূর্নীতিবাজ অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে গ্রেপ্তারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *