বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৫০টি আগাম ঈদ জামাত অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

বরিশাল মহানগর সহ বিভাগের অন্তত ২ হাজার পরিবার আগাম ঈদ জামাত আদায় করেছেন। ঈদের প্রথম জামায়াত আজ বৃহস্পতিবার (১৩ই) মে সকাল ৯টায় বরিশাল নগরীর তাজকাঠি শাহ ছুফি মমতাজিয়া জামে মসজিদে আদায় করেছেন মুসুল্লিরা।

জামায়াত শেষে মহামারীর করানা থেকে রক্ষায় ও সারা বিশে^ শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা।

বিভাগের ৬ জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে অন্তত ৫০টি ঈদ জামাতের আয়োজন করেছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী ও মৃধা বাড়ি, ২৫ নম্বর ওয়ার্ডের খান বাড়ি, ২৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি, ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক, বাবুগঞ্জের কেদারপুর ও মাধবপাশার দুয়ারীবাড়ি, সাহেবেরহাট, তালুকদারের চর, লাহারহাট, হিজলার হরিনাথপুর ও শ্রীরামপুর, পটুয়াখালীর বাউফল, রাঙ্গাবালী ও বরগুনার নিশানবাড়িয়া সহ বিভিন্ন স্থানে আজ সকাল ৯টায় অন্তত ৫০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *