গৌরনদীতে অজ্ঞাতনামা বাসের চাঁপায় নিহত ২, চালকসহ আহত ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ডে বুধবার সকালে একটি অজ্ঞাতনামা বাসের চাঁক্কায় পিষ্ট হয়ে ২ মাহিন্দ্রা যাত্রী নিহত ও মাহিন্দ্রার চালকসহ ২জন আহত হয়েছে। গুরুতর আহত ১জন যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠনো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ড এলাকায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে বরিশালগামী একটি মাহিন্দ্রাকে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাতনামা বাস চাঁপা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে যায়। মাহিন্ত্রাটির ভেতেরে থাকা যাত্রী আল আমীন খলিফা (৩২) ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার বিল সোনাওঠা গ্রামে। সে ওই গ্রামের মোঃ সাহেব আলী খলিফার ছেলে। অপরদিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মাহিন্ত্রাটির ভেতেরে থাকা অপর যাত্রী মোঃ রকিবুল হাসান রাহাত (৩৪)। তার বাড়ি বরিশাল বিমানবন্দর থানার গজালিয়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। ভয়াবহ এ দুর্ঘটনায় আহতরা হলেন, মাহিন্দ্রার অপর যাত্রী বরিশাল বিমানবন্দর থানার গজালিয়া গ্রামের মোঃ মোতাহার হাওলাদারের ছেলে মোঃ ফোরকান (৩৮) ও মাহিন্দ্রাটির অজ্ঞাতনামা চালক।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, মাহিন্দ্রাটি পদ্মা নদীর কাঠালবাড়ি ঘাট, অথবা শরীয়তপুর ঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। মাহিন্দ্রাটিকে চাঁপা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। মাহিন্দ্রাটির অজ্ঞাতনামা চালকও আহত অবস্থায় গাঁ ঢাকা দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *